জাতীয়

লকডাউন দেয়ার পরিকল্পনা নেই: পররাষ্ট্রমন্ত্রী

আপাতত সরকারের লকডাউন দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সেই সঙ্গে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আতঙ্কিত না হয়ে সবাইকে টিকা নিতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (৯ জানুয়ারি) রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন বন্ধু দেশগুলো থেকে ৩১ কোটি ডোজ টিকা দেশে আনার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা প্রতিরোধে দেশের সব জনগণকে টিকার আওতায় আনার পরিকল্পনা করেছেন। পাশাপাশি টিকা কেনার জন্য পর্যাপ্ত অর্থও বরাদ্দ করেছেন। দেশের জনসংখ্যা ১৬ কোটির বেশি। কিন্তু আমরা বিভিন্ন বন্ধু দেশগুলোর কাছ থেকে প্রায় ৩১ কোটি টিকা সংগ্রহ করার ব্যবস্থা করেছি। এর মধ্যে কিছু আমরা কোভ্যাক্সের আওতায় পাচ্ছি। কিছু টিকা আমরা কিনছি।

অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকরা করোনাভাইরাস প্রতিরোধক টিকার বুস্টার ডোজ নিয়েছেন। রোববার (৯ জানুয়ারি) কূটনীতিকদের টিকার বুস্টার দেওয়ার এই কর্মসূচি উদ্বোধন করা হয়। গত বছরের ১০ ফেব্রুয়ারি থেকে ঢাকার বিদেশি কূটনীতিকদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়। এর প্রায় এক বছর পর আজ থেকে তারা বুস্টার ডোজ পাচ্ছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button