টিকা পাবে প্রতিবন্ধীরাও

করোনা প্রতিরোধে প্রতিবন্ধী ব্যক্তিদের টিকার আওতায় আনার জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মন্ত্রণালয়ের উপসচিব শবনম মুস্তারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিকূলতা বিবেচনায় টিকা পাওয়া সহজ করার জন্য এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তারা যাতে সহজেই টিকাদান কেন্দ্রে আসতে পারে, এবং ভোগান্তি এড়াতে পারে সে বিষয়টি নিশ্চিত করবেন সমাজসেবা কর্মকর্তারা।
একই সাথে বিজ্ঞপ্তিতে টিকা গ্রহণকারী ব্যক্তি বা শিক্ষার্থীদের তথ্য মন্ত্রণালয়ের উপসচিব বরারর পাঠাতে বলা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, শারীরিক কোনো জটিলতা না থাকলে প্রতিবন্ধী ব্যক্তিদের করোনা টিকা নিতে কোনো বাধা নেই। প্রতিবন্ধী ব্যক্তিদের নিজের সুরক্ষায় সমস্যা হয়। তাই ১৮ বছরের উপরের সব প্রতিবন্ধীকে অগ্রাধিকার ভিত্তিতে করোনা টিকার আওতায় আনার পরামর্শ ছিলো তাদের।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের মোট জনসংখ্যার ১০ ভাগ মানুষের শারীরিক, মানসিক, বুদ্ধি, দৃষ্টি, শ্রবণ প্রতিবন্ধী এবং অটিজম সংক্রান্ত জটিলতা রয়েছে।
সেই হিসেবে, দেশে প্রতিবন্ধীর সংখ্যা এক কোটি ৬০ লাখ। এদের শতকরা ৪৫ ভাগ ১৮ বছরের নীচে আর বাকি ৫৫ ভাগ ১৮ বছরের উপরে। এই সংখ্যার বেশীরভাগই নিউরো সংক্রান্ত জটিলতায় আক্রান্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুসারে, ১৮ বছরের উপরে যেকোনো ধরনের প্রতিবন্ধী ব্যক্তি স্বাভাবিক মানুষের মতই করোনা টিকা নিতে পারবে। যাদের শারীরিক অন্য জটিলতা থাকবে তাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে।