জাতীয়প্রধান খবর

রানা প্লাজায় হতাহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

রানা প্লাজা ট্রাজেডির ৯ বছরপুর্তি উপলক্ষে সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে বিভিন্ন দাবিতে ও হতাহত শ্রমিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেছেন শ্রমিকসহ সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সাভারের ধসে পড়া রানা প্লাজার সামনে ‘বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের’ উদ্যোগে এই মোমবাতি প্রজ্বলন করা হয়। 

এ সময় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন ঠান্ডু বক্তব্য রাখেন। 

তিনি বলেন, রানা প্লাজা ট্র্যাজেডির ৯ বছরেও দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা হয়নি। আমাদের দাবি ২৪ এপ্রিলকে শোক দিবস ঘোষণা করতে হবে। পাশাপাশি হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ, সুচিকিৎসা, পুর্ণবাসন, স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং রানাসহ সব দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ কর্মস্থল প্রদানের দাবি জানাই। 

এ সময় উপস্থিত ছিলেন, শ্রমিক নেত্রী পারভীন আক্তার, শফিউল আলম, খাদিজা আক্তার, ফাতেমা আক্তার, নুরুজ্জামাল, ইব্রাহিম, এস.কে শুভসহ আরও অনেকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button