
নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদ ছাড়ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানার ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ অনুষ্ঠানে মঙ্গলবার তিনি বিষয়টি নিশ্চিত করেন।
আসিফ মাহমুদ জানান, ২০১৮ সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সরকার থেকে সরে দাঁড়াবেন। তার মতে, নির্বাচনের সময় সরকারে রাজনীতিকদের থাকা উচিত নয়, যাতে স্বার্থের সংঘাতের প্রশ্ন না ওঠে। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন দিতে চান, তাই এ সিদ্ধান্ত নিয়েছেন।
এ পদত্যাগের খবরে জল্পনা শুরু হয়েছে—তিনি কি কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামবেন? যদিও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে নানা বিতর্ক থাকায় সরাসরি সেখানে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অনেকের ধারণা, স্বতন্ত্র প্রার্থী হলেও আসিফ এনসিপির সমর্থন পেতে পারেন।
রাজনীতিতে সক্রিয় ভূমিকা নেবেন নাকি দর্শকের আসনেই থাকবেন—সে উত্তর মিলবে সময়ের অপেক্ষায়।