
বগুড়ার সারিয়াকান্দি ও গাবতলী উপজেলায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ৪ মাদক কারবারি আটক হয়েছে এবং একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বগুড়ার সারিয়াকান্দি ও গাবতলী উপজেলায় রবিবার (৬ জুলাই) রাতে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে নিষিদ্ধ গাঁজা, ট্যাপেন্টাডল ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
সারিয়াকান্দি সেনা ক্যাম্পের সেনাবাহিনী ও সারিয়াকান্দি থানা পুলিশ এবং গাবতলী মডেল থানা পুলিশের সমন্বয়ে পৃথক স্থানে এই অভিযান পরিচালিত হয়। এই অভিযানে নেতৃত্ব দেন ক্যাপ্টেন আরাফাত ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু নছর নাঈম।
সারিয়াকান্দিতে অভিযানে আটক ব্যক্তির নাম শিপন মণ্ডল। তার কাছ থেকে ৫ পুরিয়া গাঁজা পাওয়া গেছে। এছাড়াও, গাবতলীতে আটককৃত নিজ দুর্গাহাটা গ্রামের মো. সবুজ মিয়া (৩৮) ও তার স্ত্রী হামিদা (৩৫)-এর কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা, ৫৩৯ পিস ট্যাপেন্টাডল, মাদক বিক্রির নগদ ১,২৪০ টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সরোটিয়া পশ্চিম পাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে শান্ত মিয়ার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
সারিয়াকান্দি সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু নছর নাঈম এসব তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গ্রেফতারকৃতদের মধ্যে গাবতলী মডেল থানায় তিনজনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে। সারিয়াকান্দিতে আটক একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। সারিয়াকান্দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান।
এ ছাড়া অভিযানে সারিয়াকান্দি থানা পুলিশ ও গাবতলী মডেল থানা পুলিশের পক্ষ থেকে এসআই জাহিদ, নারী কনস্টেবল রুপাসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।