ক্রিকেটখেলাধুলা

নামতে না নামতেই টাইগার একাদশের অর্ধেক আউট

রাজিথার বলটা জয়ের খেলতে হতো ফ্রন্টফুটে এসে। ভুল করলেন। আলগা শটে উইকেটে বিলিয়ে এলেন। তাকে অনুসরণ করে তালগোল পাকানো শট খেললেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত। দারুণ শুরুর পরও টিকতে পারেননি মুমিনুল হক। সাকিব ২২ গজে আসলেন আর গেলেন।

ঢাকা টেস্টের প্রথম ঘণ্টায় নতুন বলে স্রেফ এলোমেলো বাংলাদেশ। ২৪ রানেই নেই বাংলাদেশের ৫ উইকেট। জয়, তামিম ও সাকিব খুলতে পারেননি রানের খাতা। বাকিদুজন দুই অঙ্কের ঘরে যেতে পারেননি।

দুই পেসার রাজিথা ও আশিথার বোলিং ছিল নিয়ন্ত্রিত। তাদের আগ্রাসী বোলিংয়ে স্রেফ এলোমেলো বাংলাদেশ। গতি আহামরি না হলেও বৈচিত্রে দুজনই অনন্য। ব্যাটসম্যানদের ভোগাচ্ছেন নিয়মিত। লিটন ও মুশফিক এখন ক্রিজে আছেন। তাদের হাত ধরে দল উদ্ধার হয় কিনা সেটাই দেখার। 

স্কোর: বাংলাদেশ ৩১/৫ (১০ ওভার)

এই বিভাগের অন্য খবর

Back to top button