
প্রেমিকের চোখে প্রেমিকার চোখের কাজল যেমন, ফুটবল প্রেমিদের কাছে লিওনেল মেসির পায়ের বলটিও ঠিক তেমন। লিওনেল মেসিকে বাংলা সাহিত্যের সাথে তুলনা করলে মেসি হবে রবীন্দ্রনাথ ঠাকুর, আর যদি ইংরেজী সাহিত্যের সাথে তুলনা করা হয় তাহলে তিনি তো বিখ্যাত শেক্সপিয়ার।
তবে হাজারো উপমা আর বিশেষনে যদি বিশেষায়িত করা হয় গ্রহের সেরা ফুটবলারকে, তাহলেও হয়তো আফসোস থেকে যাবে আরো কোনো ভালো উপমা আছে কি?আরো একটি বছর পার করেছেন তিনি! একটি বসন্তের সাথে সাথে শেষ হলো ক্যারিয়ারের একটি বছরও।
২৪ জুন, ১৯৮৭। আর্জেন্টিনার রোজারিও শহরে জন্মগ্রহণ করেন আধুনিক ফুটবলের যাদুকর মেসি। ইস্পাত কারখানার শ্রমিক হোর্হে হোরাসিও মেসি ও খণ্ডকালীন পরিচ্ছন্নতা কর্মী সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি হলেন তার বাবা-মা। তার পৈতৃক পরিবারের আদি নিবাস ইতালির আকোনা শহরে।এলএমটেন রেকর্ড ৭ ব্যালন ডি অর জয় করেছেন, যার মধ্যে টানা চার বছরে জিতেছেন চারটি। পাশাপাশি রেকর্ড ৬ বার ইউরোপীয় গোল্ডেন শুও জিতেছেন। এ ছাড়াও বার্সার হয়ে চারবার জিতেছেন চ্যাম্পিয়নস লিগ। ১০ বার স্প্যানিশ চ্যাম্পিয়নের ট্রফি ও ৬ বার স্প্যানিশ কাপ জেতেন এ মহাতারকা। অনেক ধারাভাষ্যকার, ফুটবল বিশেষজ্ঞ, কোচ এবং খেলোয়াড় মেসিকে বর্তমান সময়ের সেরা এবং সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে গণ্য করে থাকেন।কারো কারো মতে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠও ফুটবলারও বটে।
২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ, ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকায় দলকে তুলেছিলেন ফাইনালে। কিন্তু তিন ফাইনালের একটিতেও চ্যাম্পিয়ন ট্রফি দুহাত তুলে উঁচিয়ে শেষ হাসি হাসতে পারেননি। তবে ভাগ্য বিধাতা বোধহয় তাকিয়েছিলেন মুখ তুলে, সেবারে কোপা জয় এবারে বিশ্বকাপ। কি নেই মেসির ঝুলিতে, কিবা আর থাকার ছিল কাতারে যে সব কিছুরই পূর্নতা দিয়েছেন তিনি।
১১ বছর বয়সে মেসির গ্রোথ হরমোনের সমস্যা ধরা পড়লেও স্থানীয় ক্লাব রিভার প্লেট আগ্রহ দেখায় তাকে দলে নিতে। কিন্তু মেসির চিকিৎসা খরচ বহন করতে অপারগ ছিল ক্লাবটি। কেননা তার চিকিৎসার জন্যে প্রতি মাসে প্রয়োজন ছিল ৯০০ মার্কিন ডলার। বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লেস রেক্সাচ মেসির প্রতিভা সম্পর্কে জানতে পেরে তার খেলা দেখে মুগ্ধ হন।নিয়ে আসেন ক্যাম্প ন্যুতে।এরপর ২১ বছরে বার্সাকে দু হাত ভরে দিয়েছেন,আর কুড়িয়েছনও নিজের মন মতো।দু দশকের বাধন ভেঙেছে,চোখের জলে লিও বিদায় নিয়েছে।এখন আর ক্লাব পর্যায়ে নেই ঠিক আগের মতন। তবে জাতীয় দলে মেসি এখন আগের চেয়েও দ্বীগুন।সর্বকালের অন্যতম সেরা গোল স্কোরার আর সর্বকালের সেরা এই প্লে মেকারের জন্মদিন আজ! শুভ জন্মদিন লা পুলগা। ফুটবল দুনিয়ার বুকে রবে যতোকাল লিওনেল মেসি থাকবেন ফুটবল প্রেমীদের হৃদয় পটে।