
পাকিস্তাদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামবে টাইগাররা। শনিবার ( ৪ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। শেষ ম্যাচে টাইগারদের একাদশে থাকছেন বিশ্বসোর অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে অনিশ্চয়তা পেসার তাসকিন আহমেদকে নিয়ে।
অধিনায়ক মুমিনুল জানিয়েছেন তাসকিনের জন্য ম্যাচের আগ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করেন। শেষ পর্যন্ত তাসকিন না খেলতে পারলে ম্যাচে দুটি পরিবর্তন আসছে, তা অনেকটা নিশ্চিত। দল থেকে আগেই ছিটকে গেছেন সাইফ হাসান। ফলে ওপেনিংয়ে তার জায়গায় মাহমুদুল হাসান জয়ের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। অবশ্য বিকল্প ভাবনায় নাঈম শেখকেও নেওয়া হয়েছে। কিন্তু লঙ্গার ভার্সন খেলার অভিজ্ঞতা ও এই ফরম্যাটে পারফরম্যান্স বিবেচনায় শেষ পর্যন্ত জয় টিকে যাবেন বলেই ধারণা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী/তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।