খেলাধুলাবগুড়া সদর উপজেলা

করতোয়া নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত (ভিডিও)

বগুড়া জেলা পুলিশের আয়োজনে করতোয়া নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত

আরো জোরে হেইয়্যো/মারো টান হেইয়্যো/আগে চল হেইয়্যো/জিতা যামু হেইয়্যো- গ্রামবাংলার ঐতিহ্যবাহী প্রাচীন খেলা নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের (দাঁড়িদের) হাঁকডাক। এমনই এক দৃশ্য যেন উপভোগ করলেন বগুড়ার হাজার হাজার জনগণ।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বগুড়া জেলা পুলিশের আয়োজনে বগুড়া করতোয়া নদীর এসপি ব্রিজ থেকে বেজোড়া ঘাট পর্যন্ত বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

“কমিউনিটি পুলিশিং ডে” উপলক্ষ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহযোগিতায় আয়োজিত বাইচে মোট ৬টি নৌকা অংশ নেয়। এগুলো হলো-বগুড়ার গাবতলীর পারানি পাড়ার বাবু মাঝির নৌকা “আল্লাহ্‌ ভরসা” (৭৫ হাত দীর্ঘ), আজিজার রহমান মাঝির “দেপুন’ (৫৫ হাত), হরারদীঘি গ্রামের আমিনুরের তৈরি “পংখীরাজ’ (৭৪ হাত), পাশের নাংল গ্রামের এবনে ইউছুব সৌদের “নৌরাজ’ (৭8 হাত), নশিপুরের ফজলুর এর তৈরি তিনবন্ধু” (৩০ হাত) এবং ইটালি গ্রামের আজিজার রহমানের নৌকা “আমিন হক” (২৮ হাত লম্বা)।

ছয়টি নৌকার মধ্যে বাইচের প্রথম পর্বে দুটি করে নৌকা অংশ নেয়। প্রথম পর্বে বিজয়ী “আল্লাহ্‌ ভরসা” ও “নৌরাজ’ চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে “আল্লাহ্‌ ভরসা” বিজয়ী হয়। এরপরে বিজয়ী তিনটি দলকে পুরষ্কৃত করা হয়।

ছবিঃ সজল শেখ

বক্তব্যে বগুড়া জেলা পুলিশ সুপার জনাব আলী আশরাফ ভূঞা জানান,করতোয়া নদীর নাব্যতা রক্ষায় সাধারণ মানুষের পাশাপাশি পুলিশও কাজ করে যাবে। নদী দূষণের কবল থেকে রক্ষার জন্য নদীতে ময়লা-আবর্জনা না ফেলার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, “করতোয়া নদীকে রক্ষার দায়িত্ব সবার।
এক্ষেত্রে কমিউনিটি পুলিশও তার দায়িত্ব পালন করে যাবে।’ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না জানান, নাব্যতা রক্ষা এবং দখল ও দূষণের কবল থেকে করতোয়াকে রক্ষার জন্য এর আগে তারা গ্রাম থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে নৌকা বাইচ আয়োজন করেছিলেন। তিনি বলেন, কর্মীরা সব ধরনের সহায়তা দিয়ে যাবে।’

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোকবুল হোসেন, বগুড়া জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি মোজাম্মেল হক লালু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক শাহাদৎ আলম ঝুঁনু।

  • হারুন অর রশিদ, জাকারিয়া হোসাইন/বগুড়া লাইভ

ভিডিওঃ এসপি আলি আশরাফ ভূঞা স্যার

এই বিভাগের অন্য খবর

Back to top button