খেলাধুলাফুটবল

আয়ের দিক দিয়ে আবার মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

রোনালদো ও মেসি। ছবি: সংগৃহীত

রেকর্ডের লড়াইয়ে যেমন প্রতিদ্বন্দ্বিতা চলে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে, তেমনি আয়ের ক্ষেত্রেও চলছে প্রতিযোগিতা। তবে ইউরোপ ছাড়ার পর থেকে আয়ের দিক দিয়ে বেশ এগিয়ে আছেন রোনালদো।

যুক্তরাজ্যের ওয়েবসাইট বেস্টবেটিংঅফার্স সম্প্রতি ক্রীড়াজগতের সর্বোচ্চ আয় করা তারকাদের তালিকা প্রকাশ করেছে। ওই তালিকা অনুযায়ী গত এক বছরে রোনালদো আয় করেছেন ১৯ কোটি ২৪ লাখ পাউন্ড, যা মেসির আয়ের প্রায় দ্বিগুণ।

সৌদি ক্লাব আল নাসর থেকে পাওয়া বিশাল অঙ্কের বেতনই মূলত তাকে সবার ওপরে তুলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্যক্তিগত স্পনসরশিপ ও বিভিন্ন খাতে বিনিয়োগ থেকে আসা আয়। হিসাব অনুযায়ী, গত বছর রোনালদো প্রতি সেকেন্ডে আয় করেছেন ৬ দশমিক ১০ পাউন্ড।

অন্যদিকে তালিকার তৃতীয় স্থানে থাকা মেসি আয় করেছেন ৯ কোটি ৯৯ লাখ পাউন্ড। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলা আর্জেন্টাইন মহাতারকার মাঠের বাইরের আয়ই বেশি। তার আয়ের বড় অংশ আসে স্পনসরশিপ ও বিভিন্ন বিনিয়োগ থেকে।

গত এক বছরে সর্বোচ্চ আয় করা ১০ ক্রীড়াবিদ

১. ক্রিশ্চিয়ানো রোনালদো (ফুটবল) – ১৯ কোটি ২৪ লাখ পাউন্ড
২. জন রাহম (গলফ) – ১৬ কোটি ৩২ লাখ পাউন্ড
৩. লিওনেল মেসি (ফুটবল) – ৯ কোটি ৯৯ লাখ পাউন্ড
৪. লেব্রন জেমস (বাস্কেটবল) – ৯ কোটি ৪৮ লাখ পাউন্ড
৫. জিয়ানিস অ্যানটেটোকুম্পো (বাস্কেটবল) – ৮ কোটি ২১ লাখ পাউন্ড
৬. কিলিয়ান এমবাপ্পে (ফুটবল) – ৮ কোটি ১৪ লাখ পাউন্ড
৭. নেইমার (ফুটবল) – ৭ কোটি ৯৯ লাখ পাউন্ড
৮. করিম বেনজেমা (ফুটবল) – ৭ কোটি ৮৪ লাখ পাউন্ড
৯. স্টিফেন কারি (বাস্কেটবল) – ৭ কোটি ৫৩ লাখ পাউন্ড
১০. লামার জ্যাকসন (আমেরিকান ফুটবল) – ৭ কোটি ৪৩ লাখ পাউন্ড

এই বিভাগের অন্য খবর

Back to top button