বগুড়ায় ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

বগুড়ার শেরপুরে ৪৭৬ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব।
৪ এপ্রিল জেলার শেরপুর থানাধীন সীমাবাড়ী বগুড়া বাজার বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃত আসামীরা হলেন-
সাতক্ষীরা জেলার দক্ষিন ভাদিয়ালী এলাকার মৃত- নজরুল ইসলামের ছেলে মোঃ কারিমুল ইসলাম (৩৮), ময়মনসিংহ জেলার বাড়ীপাকু এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে মোঃ রাসেল (২২)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।


গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন, ৩,৪৩৯ টাকা এবং ১ টি ট্রাক উদ্ধার করা হয়।
র্যাব-১২ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ