বগুড়া

সুনামগঞ্জে হিন্দুদের বাড়িতে হামলার সুষ্ঠু বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

সুনামগঞ্জে হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, ডাকাতি ও মা- বোনদের শ্লীলতাহানিসহ সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার বেলা ১২টার দিকে বগুড়া পৌর উদযাপন পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে সংগঠনের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি যথাক্রমে গোপাল চন্দ্র পালিত শংকর, দীপক রায় দিপু ও অতুল কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক মিথন রায়, সাংগঠনিক সম্পাদক শেখর রায়, দপ্তর সম্পাদক অরুপ রতন শীল, প্রচার সম্পাদক নীতি সরকার, কোষাধ্যক্ষ জীবন দাস।

এসময় কার্যনির্বাহী সদস্যসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা সারাদেশে হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদ এবং দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান।

পুরো কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ডেন্টিস্ট সুজিত কুমার তালুকদার।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button