খেলাধুলা

২০২১-জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল ঘোষণা

অশুভ এই ২০২০-এ জাতীয় দল ঘোষণা করতে রাজি নন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডের বাংলাদেশ দল দেবেন জানুয়ারিতে।

তবে সে দলে মাশরাফী থাকবেন কি না তা নিশ্চিত নয়। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে তরুণদের পারফর্মেন্সে মুগ্ধ নির্বাচক প্যানেল।

উড়ছে বাংলাদেশের বিজয় নিশান। বিজয় দিবসে শূণ্য মিরপুরের হোম অব ক্রিকেট। মনে করিয়ে দিচ্ছে ভুলে যাবার মত একটা বছর বিদায় নিতে চলেছে। অশুভ এই বছরের বিদায়ের অপেক্ষায় প্রধান নির্বাচকও। সেই দলে থাকবেন কী মাশরাফী বিন মোর্ত্তজা?

ফিটনেসের ছাড়পত্র পেয়েছেন বলেই খেলছেন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ। আর ফর্মের প্রমান দেখিয়েছেন ৫ উইকেট শিকারে। ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেও, অবসর নেননি এই ফরম্যাট থেকে। তাই কিছুটা চাপে নির্বাচকরা, উত্তরে কৌশলী।

নতুন বছরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু থাকছে না টি টোয়েন্টি। তাহলে চলমান বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের পারফরম্যান্স কতটা মূল্যায়িত হবে দল গঠনে? সেই প্রশ্নের উত্তর একপাশে রেখে তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ দুই নির্বাচক।

ব্যাট হাতে সাকিবের ব্যর্থতার পরও জাতীয় দলে জ্বলে উঠবেন বিশ্বসেরা তারকা, প্রত্যাশা নির্বাচকদের।

এই বিভাগের অন্য খবর

Back to top button