গুজব ও গিবত থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানালেন উপদেষ্টা ড. আসিফ নজরুল

সোমবার (৮ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে একটি বার্তা প্রকাশ করে দেশের প্রবাসীদের গুজব ও গিবত থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ইদানিং মোবাইল ফোন রেজিস্ট্রেশন ও ট্যাক্স সংক্রান্ত বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে- সেসব বিষয়ে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, নতুন কোনো কঠোর আইন গ্রহণ করা হয়নি।
*নতুন আইন হয়নি: ট্যাক্স ও রেজিস্ট্রেশন নিয়ে বিভ্রান্তি দূর করার ব্যাখ্যা
ড. আসিফ বলেন, বিদেশ থেকে একাধিক মোবাইল সেট (নতুন ফোন) আনতে হলে ট্যাক্স দিতে হবে- এমন কোনো নতুন নিয়ম সরকার করছে না। বর্তমান সরকারের সময়ে বিদেশ থেকে প্রবাসীরা নিজ ব্যবহৃত মোবাইলের পাশাপাশি দুইটি নতুন ফোন আনতে পারবেন, এবং এর বেশি আনলে অতিরিক্ত সেটের জন্য ট্যাক্স পড়বে।
তিনি আরও জানিয়েছেন, মোবাইল রেজিস্ট্রেশন সংক্রান্ত নতুন কোনো আইন প্রণয়ন করা হয়নি। ১৬ ডিসেম্বর থেকে যেকেউ নতুন মোবাইল ব্যবহার শুরু করলে ৬০ দিনের মধ্যে সেট রেজিস্ট্রেশন করতে হবে- কিন্তু সেই নিয়মটি সব নাগরিকের জন্য, প্রবাসী বা নন, নির্বিশেষে প্রযোজ্য।
*গুজব ও গিবত বন্ধে ইসলামী দৃষ্টিকোণ থেকে সতর্কতা
প্রবাসীদের উদ্দেশে ড. আসিফ বলেন, মিথ্যা তথ্য ছড়ানো বা গিবত করা ইসলামের দৃষ্টিতে বড় পাপ। অনেকে ভুলভাবে প্রচার করছে যে প্রবাসীরা দেশে ৬০ দিন থাকতে পারবেন- যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি সতর্ক করে দিয়েছেন, দৈনন্দিন জীবনে এমন গুজবে ভুলে না পড়ার জন্য।
উপদেষ্টা হিসেবে তিনি সম্প্রদায়ের সবাইকে আহ্বান জানিয়েছেন- গুজব না ছড়ান, সঠিক তথ্য খুঁজুন, এবং প্রবাসে বা দেশে থাকাকালীন আইন ও নিয়ম মেনে চলুন।
তথ্যসূত্র: dbcnews

