চিকিৎসকরা কেন প্রেসক্রিপশনে হিজিবিজি লেখেন?

ছবি: সংগৃহীত
রোগীর হাতে প্রেসক্রিপশন পাওয়ার পর অনেক সময়ই দেখা যায়, চিকিৎসকের লেখা একেবারেই বোধগম্য নয়। হিজিবিজি মনে হওয়া এই লেখার পেছনে রয়েছে কয়েকটি কারণ।
প্রথমত, চিকিৎসা-সংক্রান্ত ওষুধের নাম সাধারণত লম্বা ও জটিল। দ্রুত লিখতে গিয়ে তা রোগীর কাছে অস্পষ্ট মনে হয়। দ্বিতীয়ত, একসঙ্গে বহু রোগী দেখার কারণে চিকিৎসকরা সময় বাঁচাতে সংক্ষিপ্ত ও তাড়াহুড়া করে লেখেন। এর পাশাপাশি মেডিকেল জীবনের শুরু থেকেই এ ধরনের দ্রুত ও সংক্ষিপ্ত লেখার অভ্যাস গড়ে ওঠে।
আরও একটি কারণ হলো, প্রেসক্রিপশন আসলে ফার্মাসিস্টদের জন্য তৈরি হয়। তারা চিকিৎসা-সংক্রান্ত সংক্ষিপ্ত রূপ ও লেখার ধরন চিনতে অভ্যস্ত। ফলে রোগীর কাছে হিজিবিজি মনে হলেও ফার্মাসিস্টরা সহজেই বুঝতে পারেন। কিছু ক্ষেত্রে রোগীর গোপনীয়তা রক্ষার স্বার্থেও এভাবে লেখা হয়।
তবে সময়ের পরিবর্তনে চিকিৎসা সেবায় যুক্ত হচ্ছে ডিজিটাল প্রেসক্রিপশন। এতে রোগীরা সহজে ওষুধের নাম বুঝতে পারবেন এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনাও কমে আসবে।