টুরিজম

পৃথিবীর ৬ বিস্ময়কর স্থান, যেখানে সূর্য অস্ত যায় না

ছবি: শাটারস্টক

দিন-রাতের পালাবদল আমরা সবাই জানি। দিন শেষে আসে রাত, আর রাত শেষে আসে নতুন ভোর। কিন্তু পৃথিবীর এমন কিছু স্থান আছে, যেখানে সূর্য ডোবে না রাতেও! এই অনন্য প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এসব অঞ্চলের মানুষের জীবনযাপনও ভিন্নরূপ। চলুন জেনে নিই এমন কিছু বিস্ময়কর জায়গার কথা।

নিশীথ সূর্যের দেশ নরওয়ে

নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। মে থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় আড়াই মাস এখানে সূর্য অস্ত যায় না। ফলে রাতের দেখা মেলে না। আর্কটিক অঞ্চলে অবস্থিত হ্যামারফেস্ট বন্দরে রাতেও সূর্যের ঝলক ধরা দেয়।

কানাডার নুনাভুত

আর্কটিক সার্কেলের ঠিক উপরে অবস্থিত কানাডার নুনাভুত অঞ্চলে বছরে প্রায় দুই মাস সূর্য ডোবে না। তবে শীতকালে উল্টোটাই ঘটে—টানা ৩০ দিন সূর্যের দেখা মেলে না।

আইসল্যান্ড

গ্রেট ব্রিটেনের পর ইউরোপের সবচেয়ে বড় দ্বীপ আইসল্যান্ডে জুন মাসে রাতেও সূর্যের আলো থাকে। সাপ ও মশামুক্ত এই দেশকে ঘিরে নানা আকর্ষণ রয়েছে।

আলাস্কার ব্যারো

ব্যারো অঞ্চলে মে মাসের শেষ থেকে জুলাই মাসের শেষ পর্যন্ত রাতেও সূর্যের দেখা মেলে। তবে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত এখানে টানা রাত বিরাজ করে। এজন্য এ স্থানকে বলা হয় ‘পোলার নাইটস’।

ফিনল্যান্ড

হাজার হ্রদ ও দ্বীপের দেশ ফিনল্যান্ডে গ্রীষ্মকালে টানা ৭৩ দিন সূর্য ডোবে না। আবার শীতকালে টানা ৩২ দিন সূর্যের দেখা মেলে না। স্থানীয়রা বিশ্বাস করেন, এই বৈচিত্র্যের কারণে মানুষ গ্রীষ্মে কম ঘুমায় আর শীতে বেশি।

সুইডেন

সুইডেনে দিনের অর্ধেক সময় থাকে আলো, আর বাকি অর্ধেক সময় অন্ধকারে। একটানা দীর্ঘ দিন ও রাতের কারণে এখানকার জীবনযাপন অন্য দেশ থেকে ভিন্ন।

পৃথিবীর এই বিস্ময়কর অঞ্চলগুলো প্রমাণ করে, প্রকৃতির বৈচিত্র্য সত্যিই অভাবনীয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button