দিবস

প্রথম প্রেম দিবস আজ

ছবি: সংগৃহীত

আজ ১৮ সেপ্টেম্বর, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘প্রথম প্রেম দিবস’। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটির সূচনা হয় এবং সেদিনটি সরকারি ছুটিও পালন করা হয়। এরপর থেকে প্রতি বছর এ দিনটি ভালোবাসার প্রথম অনুভূতিকে স্মরণ করার দিন হিসেবে পালিত হচ্ছে।

প্রথম প্রেমের স্মৃতি রোমন্থন মানুষের জীবনে বিশেষ আবেগ তৈরি করে। বিশেষজ্ঞদের মতে, এ স্মৃতিগুলো প্রত্যেকবার মনে পড়লে এক ধরনের ভালোলাগা জাগে, যা ভোলা কঠিন।

এই দিবস ঘিরে তরুণদের উৎসাহ থাকে চোখে পড়ার মতো। রাজধানীর টিএসসি, বিভিন্ন ক্যাফে কিংবা সাংস্কৃতিক আড্ডায় দেখা যায় প্রেমের স্মৃতিচারণে মেতে ওঠা মানুষদের। তবে এ দিবস শুধু তরুণদের জন্য নয়—সব বয়সের মানুষই জীবনের প্রথম প্রেমের অভিজ্ঞতা মনে করে আবেগাপ্লুত হন।

সাহিত্য ও সংগীতে প্রথম প্রেমের ছোঁয়া বরাবরই প্রবল। নচিকেতার ‘নীলাঞ্জনা’, অঞ্জনের ‘রঞ্জনা’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘বরুণা’, জীবনানন্দ দাশের ‘শোভনা দাশ’ কিংবা আহসান হাবীবের কবিতা—সবই প্রথম প্রেমের চিরন্তন আবেগকে নতুন করে জাগিয়ে তোলে।

মান্না দে’র গানে যেমন বলা হয়েছে—“হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে”—তেমনি মানুষের হৃদয়ে প্রথম প্রেমের নাম চিরকাল অমলিন থেকে যায়।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button