নির্বাচনপ্রধান খবর

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে এগিয়ে আওয়ামী লীগ

চলমান ইউনিয়ন পরিষদে (ইউপি) ষষ্ঠ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সোমবার (৩১ জানুয়ারি)। এবারের নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হলেও মূলত বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। 

দলীয় প্রতীকের এই নির্বাচনে প্রথম চার ধাপে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয়ের দিক দিয়ে এগিয়ে থাকলেও, পঞ্চম ধাপে জয়ে এগিয়ে ছিল স্বতন্ত্র প্রার্থীরা। ষষ্ঠ ধাপে আবারও এগিয়ে গেছে নৌকা প্রতীকে নির্বাচন করা চেয়ারম্যান প্রার্থীরা।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব (চলতি দায়িত্ব) এস এম আসাদুজ্জামান জানান, গতকাল ৩১ জানুয়ারি দেশে ২১৮টি ইউপিতে ভোট হওয়ার কথা থাকলেও আদালতের নিষেধাজ্ঞা থাকায় ভোট হয় ২১৬টি ইউপিতে। তবে ফলাফলে জানা গেছে, ষষ্ঠ ধাপে বাংলাদেশ আওয়ামী লীগের ১১৭টি, স্বতন্ত্র প্রার্থী ৯৫টি, জাতীয় পার্টি ৩টি ও জাতীয় পার্টি-জেপি ১টি ইউপিতে চেয়ারম্যান পদে জয় পেয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button