বগুড়া

বগুড়ার ৫ পৌরসভায় নৌকা-২, ধানের শীষ-২, স্বতন্ত্র-১

বগুড়া জেলার ৫টি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে। বেসরকারি ফলাফলে দুটিতে নৌকা, দুটিতে ধানের শীষ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

শনিবার (৩০ জানুয়ারি) শিবগঞ্জ, ধুনট, গাবতলী, নন্দীগ্রাম ও কাহালু পৌরসভায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হয়।

বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তৌহিদুর রহমান মানিক (নৌকা) মেয়র পদে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির প্রার্থী মতিয়ার রহমান মতিন (ধানের শীষ)। কাহালু পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত আব্দুল মান্নান ওরফে ভাটা মান্নান (ধানের শীষ) মেয়র নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম আওয়ামী লীগ মনোনীত হেলাল উদ্দিন কবিরাজ (নৌকা)। নন্দীগ্রাম পৌরসভায় আওয়ামীলীগ মনোনীত আনিসুর রহমান (নৌকা) মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি মনোনীত প্রার্থী সুশান্ত কুমার শান্ত (ধানের শীষ)। ধুনট পৌরসভায় বর্তমান মেয়র আ’লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এজিএম বাদশাহ (জগ) নির্বাচিত হয়েছেন।

নিকটতম আ’লীগ মনোনীত প্রার্থী টি আই এম নুরুন্নবী তারিক (নৌকা)। গাবতলী পৌরসভায় বিএনপি মনোনীত বর্তমান মেয়র সাইফুল ইসলাম (ধানের শীষ) পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের মোমিনুল হক শিলু (নৌকা) ।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button