বগুড়া

বগুড়ায় ভারতীয় সহকারী হাই কমিশনারের সাথে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

ভারতীয় হাইকমিশনের সহকারী হাই কমিশনার রাজশাহী শ্রী সঞ্জীব কুমার ভাটী’র সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়ার নেতৃবৃন্দ।

শুক্রবার সকালে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ সংলগ্ন হোটেল লা ভিলা’র উদ্বোধণী অনুষ্ঠান পরবতীর্ সঞ্জীব ভাটী’র সাথে সাক্ষাৎ করেন তারা।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর কুমার রায়ের নেতৃত্বে সাক্ষাৎকালে এসময় নেতৃবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া পৌর কমিটির উপদেষ্টা প্রদীপ কুমার প্রসাদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া পৌর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সহ-সভাপতি অতুল কুমার সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জু রায়, সাংগঠনিক সম্পাদক শেখর রায়, দপ্তর সম্পাদক অরুপ রতন শীল, সদস্য শ্যামল দাস, দিপক দাস প্রমুখ।

সাক্ষাৎকালে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের উদ্দেশ্যে শ্রী সঞ্জীব ভাটী বলেন, ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু যা দীর্ঘসময়ের। স্বাধীনতার পর থেকেই সম্প্রীতি নিয়ে এদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে কোটি জনতা। ধমীর্য় এই সম্প্রীতি বজায় রাখতে এবং সকল ধর্মের মানুষের মাঝে ভাতৃত্বপূর্ণ ইতিবাচক মনোভাব তৈরিতে তিনি কাজ করার আহ্বান জানান। পূজা উদযাপন পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে সার্বিক সহযোগিতারও কথা বলেন সহকারী হাই কমিশনার। এছাড়াও তিনি নেতৃবৃন্দের কাছে বগুড়ায় বসবাসরত সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের খোঁজখবর নেন এবং বগুড়ার সার্বিক পরিস্থিতি শুনে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button