প্রধান খবরবগুড়া জেলা

বগুড়ায় হেরোইন ও ইয়াবাসহ আটক ৩

বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ২৯৪ গ্রাম হেরোইন ও ৯৭ পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।


এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও মুঠোফোন উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন রাজশাহীর গোদাগাড়ি উপজেলার সিএন্ডবি এলাকার শাহীন আলী (২৬), একই উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা রাজু আলী (২৫) ও বগুড়া সদরের চকসূত্রাপুর কসাইপাড়া এলাকার নওশাদ আলী (৩২)।

মঙ্গলবার বিকেলে শহরের চকসুত্রাপুর কসাইপাড়া থেকে তাদের আটক করা হয়।

বুধবার প্রেস বিফিংয়ে এসব তথ্য তুলে ধরে র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) মো. তৌহিদুল মবিন খান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন-ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এসএ

এই বিভাগের অন্য খবর

Back to top button