বগুড়া জেলা

বগুড়ায় হত্যা মামলার ২ আসামি গ্রেফতার

বগুড়ায় আলোচিত রেজা এবং আবুল হোসেন হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। বগুড়া ও ঢাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, ৩০ আগস্ট রাতে র‌্যাব সদর দপ্তরের সহযোগিতায় র‌্যাব-৪ ঢাকা নবীনগর ও র‌্যাব-১২ বগুড়ার সদস্যরা ঢাকার আশুলিয়া জামগড়া কাঠালতলা এলাকায় অভিযান চালিয়ে রেজা হত্যা মামলার ২নং আসামি সজীবকে (১৯) গ্রেফতার করে। সে বগুড়া সদরের ইসলামপুর হরিগাড়ি এলাকার আকবর আলীর ছেলে।

১৫ আগস্ট বগুড়ার ইসলামপুর হরিগাড়ি এলাকায় জুটমিল পাড়ায় রেজাকে কাঁচি দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়।

অপরদিকে র‌্যাব-১২ বগুড়া সদস্যরা ৩০ আগস্ট জয়পুরহাটের কালাই এলাকায় অভিযান চালিয়ে আলোচিত আবুল হোসেন হত্যা মামলার প্রধান আসামি সোহাগকে (২৮) গ্রেফতার করে। সে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বড় হরিপুর এলাকার বাদশা মিয়ার ছেলে।

২৯ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে আবুল হোসেনকে বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এরপর তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধৃত আসামি দুই জনকে থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button