
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাথায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ওসমান হাদির মস্তিষ্কের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে তার অবস্থা এখনো শঙ্কাজনক। চিকিৎসকদের ভাষায়, গুলিটি মাথার একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বের হয়ে গেছে- যা অত্যন্ত ভয়াবহ আঘাত।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. সুমন রানা জানিয়েছেন, ওসমান হাদির জটিল মস্তিষ্কের অপারেশন শেষ হয়েছে, তবে আরও কয়েকটি বিভাগের কাজ এখনো চলছে।
তিনি বলেন,
“ওসমান হাদির ব্রেনের অংশের সার্জারি শেষ হয়েছে। এখন ইএনটি বিভাগের চিকিৎসকরা নাকে নেজাল প্যাক দিচ্ছেন। এরপর অর্থোপেডিক সার্জনরা তার পায়ে থাকা ফ্রিকশন বার্নের চিকিৎসা করছেন।”
ভয়াবহ আঘাত: ভেতরেই তৈরি হয়েছে সেকেন্ডারি প্রজেক্টাইল
গুলিবিদ্ধ স্থানের অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে ডা. সুমন রানা বলেন,
“গুলিটি পেছন দিক দিয়ে মাথায় ঢুকে বিপরীত পাশ দিয়ে বের হয়ে গেছে। ঢোকার সময় কানের পাশের শক্ত হাড় ভেঙে টুকরোগুলো মস্তিষ্কে ঢুকে অতিরিক্ত আঘাত সৃষ্টি করেছে, যাকে আমরা সেকেন্ডারি প্রজেক্টাইল বলি।”
এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি
বাকি সার্জারি প্রায় শেষের দিকে জানিয়ে তিনি আরও বলেন,
“অপারেশন শেষে উন্নত পোস্ট-অপারেটিভ সাপোর্টের জন্য তাকে এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হবে। আপাতত তিনি লাইফ সাপোর্টে আছেন।”
পরিবার ও সহকর্মীরা জানিয়েছেন, হাদির অবস্থা ঘিরে উদ্বেগ বিরাজ করছে। চিকিৎসকরা এখনও ‘ক্রিটিক্যাল’ অবস্থা উল্লেখ করে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।

