পা হারানো রোজিনাও চলে গেলেন না ফেরার দেশে
ঢাকা: রাজধানীর বনানী এলাকায় বিআরটিসির বাসে চাপার পা হারানো গৃহকর্মী রোজিনা আক্তার মারা গেছেন। রবিবার সকাল সাতটার কিছু আগে ঢাকা মেডিকেলে কলেজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোজিনার বাবা রসুল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল সাতটার দিকে চিকিৎসকরা রোজিনাতে মৃত ঘোষণা করেন।
গত ২০ এপ্রিল রাত আটটার দিকে বনানীর সৈনিক ক্লাব থেকে মহাখালীর মাঝামাঝি স্থানে বিআরটিসির বাসের চাপায় রোজিনার ডান পা ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। তাকে পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে ২৫ এপ্রিল রোজিনাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার আরও অবনতি ঘটতে থাকলে তাকে নেয়া হয় আইসিইউতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান রোজিনা।