বগুড়া সদর উপজেলা

বিয়ের প্রলোভন দেখিয়ে মেলামেশা! অত:পর

সাইফুল্লাহ মানসুর(বগুড়া লাইভ) : বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের চাঁদমুহা আশ্রয়ন প্রকল্প গ্রামের এক তরুণীর সাথে একই উপজেলার নামুজা বগার পাড়ার এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুধু কি তাই, বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের মধ্যে দৈহিক সম্পর্ক গড়ে উঠে।

গত (৭মে) সোমবার রিপন শেখ সুমি আক্তারকে বিয়ে করবে এই প্রলোভন দেখিয়ে মোবাইলে ফোনে তাকে ডেকে নেয় নামুজা চৌমোহনী বাজার এলাকায়।এসময় তাকে বিয়ে করে ঘরে তোলার জন্য বলে সুমি। তবে মেলামেশা শেষে রিপন কৌশলে পালিয়ে যায়।

চাঁদমুহা আশ্রয়ন প্রকল্পের সভাপতি শোভা বেগম জানান, তার আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী মৃত দিলবর আলী ফকিরের মেয়ে সুমি আকতারের (২২) এর সাথে নামুজা ইউনিয়নের বগার পাড়া গ্রামের মকবুল হোসেন শেখ এর ছেলে রিপন মিয়া শেখের (২৫) সাথে ৭/৮ মাস যাবৎ মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর রিপন বিয়ের প্রলোভনে মেয়েটির সাথে দৌহিক সম্পর্ক স্থাপন করে।

এর পরে সুমি আকতার রিপন শেখের বাড়িতে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিয়ের দাবীতে অনশন করলে ঘটনাটি এলাকায় ছড়িয়ে পরে।

এর পরে ঘটনার প্রেক্ষিতে গ্রাম্য পুলিশের সহযোগিতায় রিপনকে ধরে এনে বুধবার রাতে উভয় পরিবারের সম্মতিতে বিয়ে পড়ানো হয়।

এসময় উপস্থিত ছিলেন গোকুল ইউপি চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহব্বায়ক মেহেদী হাসান বাবু, আশ্রয়ন প্রকল্পের সভাপতি শোভা বেগমসহ আরও অনেকে।

এই বিভাগের অন্য খবর

Back to top button