সারিয়াকান্দি উপজেলা
স্বাস্থ্য বিভাগের সার্বিক মান উন্নয়নে বগুড়ার সারিয়াকান্দিতে সভা অনুষ্ঠিত
আজ বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সার্বিক মান উন্নয়ন করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভা সারিয়াকান্দি ডিগ্রী কলেজ হল রুমে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাহমুদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের সংসদ সদস্য-৩৬, কৃষিবিদ আব্দুল মান্নান এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান, সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।
এসময় সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওবায়দুর সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিরাও উপস্থিত ছিলেন।