নাগরিক সেবা

দেশ স্বাধীনের ৪৮ বছর পর মনে হয় এটাই প্রথম উদ্যোগ

আজকে ইভেন্ট বগুড়া রেল স্টেশন। এরকম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন রেলষ্টেশন যেটা করে দেখালো বিডি ক্লিন বগুড়া'র সকল সদস্য

আজকে বিডি ক্লিন-বগুড়ার ১১তম ইভেন্ট ছিল “বগুড়া রেল স্টেশন” পরিচ্ছন্ন করা এবং রেল স্টেশনে আগত লোকজনকে সচেতন করা। রেল লাইনের উপর পলেথিন ব্যাগ, চিপ্সের প্যাকেট, কাগজ, পানির বোতল, আরো কত কি যে পড়ে ছিল! সব নিজ হাতে পরিচ্ছন্ন করে দেখালো বিডি ক্লিন-বগুড়া। এ রকম পরিস্কার পরিচ্ছন্ন বগুড়া রেল স্টেশন কোন দিন ছিল না।

যুক্ত হয়েছিলেন পৌর পিতা ,পৌর প্রধান প্রকৌশলী তাদের  উপস্থিতি  সবার মাঝে উৎসাহিত করেছে।

বিডি ক্লিন বগুড়ার সদস্যবৃন্দ

আজ বিডি ক্লিন-বগুড়ার সাথে একত্নতা ঘোষণা করে “ভাস্ট যুব ফোরাম”। বিডি ক্লিন-বগুড়ার আহবানে সাড়া দিয়ে ভাস্ট এর বেশ কিছু সদস্য / সদস্যাসহ বিভিন্নস্তরের জনা পঞ্চাশেক মানুষ সেই কাজে অংশগ্রহণ করে।

 

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button