নাগরিক সেবা
রাজাবাজারে ৪ লাখ টাকা ব্যয়ে ১০০ মিটার সিসি রাস্তার কাজ শুরু
বগুড়া রাজাবাজারে শুক্রবার দুপুরে ৪ লাখ টাকা ব্যয়ে ১০০ মিটার সিসি রাস্তার ঢালাই কাজ শুরু হয়েছে। দুপুরে কাজের উদ্বোধন করেন রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ।
রাস্তার কাজের উদ্বোধনকালে রাজাবাজারের ইজাদার কানাই লাল ময়না, রাজাবাজার আড়ৎদার ও ব্যবসায় সমিতির উপদেষ্টা আব্দুস সোবহান সরকার, সদস্য ইকবাল হোসেন, আনোয়ার হোসেন, সুলতান হেসেন, জাহের আলী, উত্তম কুমার, আমিনুর রহমান সাগর, আভা কনস্ট্রাকশনের রফিকুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।