নাগরিক সেবা

বগুড়ায় “পরস” এর ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত

১ বছর ৩ মাসে তারা প্রায় ১১০০ এর মতো ব্যাগ ব্লাড দিয়েছে। আর প্রায় ৪১ জন থ্যালাসেমিয়ার রোগীর দায়িত্ব নিয়েছে।

“পদক্ষেপ রক্তদান সংগঠন”(পরস) আয়োজিত ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং এবং ব্লাড ডোনেশন ক্যাম্প গতকাল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফুল রহমান(আরিফ)। প্রধান অতিথি ছিলেন-বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামির হোসেন (মিশু) বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-বগুড়া সদর থানার ইনচার্জ এস এম বদিউজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ করতোয়া’র সভাপতি আব্দুল মবিন জিন্নাহ্।
ক্যাম্পিংটি সকাল ১০.৩০ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৬.৩০ মিনিটে শেষ হয়। এতে প্রায় ৩৫০+ জনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়।এবং ১৫ জন রক্তদাতা সেচ্ছায় রক্তদান করে।

১ বছর ৩ মাসে তারা প্রায় ১১০০ এর মতো ব্যাগ ব্লাড দিয়েছে। আর প্রায় ৪১ জন থ্যালাসেমিয়ার রোগীর দায়িত্ব নিয়েছে।

সবশেষে বিকাল ৫ টায় পরিস্কার-পরিচ্ছন্নতা কাজে বিশেষ অবদান রখার জন্য বিডি-ক্লিন-বগুড়াকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করে “অন্তর-ফেরদৌস”।
চিত্রসেবা-Sojib Islam,  JR Rezanur Rahman

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button