বগুড়া লেখক চক্র ২০১৮ সালের পুরস্কার ঘোষণা
বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার প্রদান করে আসছে।
বাংলাদেশের ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্র ২০১৮ সালের পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করেছে। সংগঠনটি এ বছর ৪ টি বিষয়ে ‘বগুড়া লেখক চক্র পুরস্কার ২০১৮’ প্রদান করছে।
পুরস্কারপ্রাপ্তরা হলেন-কবিতায় রাহেল রাজিব, গবেষণা সাহিত্যে হোসেনউদ্দীন হোসেন, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘কোরাস’ সম্পাদক মুজাহিদ আহমদ এবং সাংবাদিকতায় দৈনিক সমকাল, বগুড়া ব্যুরো প্রধান মোহন আখন্দ।
বগুড়া লেখক চক্র ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৯ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কার প্রদান করে আসছে।
আগামী ৭ ও ৮ ডিসেম্বর বগুড়ায় অনুষ্ঠিতব্য সংগঠনের তিন দশক পূর্তি উপলক্ষে আয়োজিত ‘কবি সম্মেলন’-এ পুরস্কার প্রাপ্তদের ক্রেষ্ট এবং সম্মাননা পত্র প্রদান করা হবে। কবি সম্মেলনের উদ্বোধন করবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি কথাসাহিত্যিক ইমরান চৌধুরী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি হাবীবুল্লাহ সিরাজী।