অবাক করে দেওয়ার মত একটি কার্যক্রম যার নাম মানবতার দেয়াল। এর আগেও দেশের বিভিন্ন জায়গায় এই পদক্ষেপ বা কর্মকাণ্ডটি চোখে পড়লেও বগুড়ায় তেমন চোখে পড়েনি। কিন্তু বগুড়ার তরুণদের অদম্য ইচ্ছা শক্তিকে মশাল হিসেবে কাজে লাগিয়ে “বগুড়া প্রভাতফেরী ফাউন্ডেশনের” সদস্যরা বগুড়া সাতমাথায় জিলা স্কুলের দেয়ালে (চিনিপাতা দইঘরের বিপরীতে) এই “মানবতার দেয়াল” স্থাপন করেন। যার প্রথম দিনেই শহরে ব্যাপক সারা ফেলে এবং অনেকেই সাহায্যে এগিয়ে আসে।
মানবতার দেয়ালের মুল উদ্দেশ্য হলো এই শীতে সুবিধাবঞ্চিতদের সাহায্যে বৃত্তবানদের একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার একটি মাধ্যম তৈরি করা। আপনারাও আসুন, আপনার অপ্রয়োজনীয় বা অতিরিক্ত ব্যবহারযোগ্য কাপড় রেখে যান যেন সুবিধাবঞ্চিত মানুষেরা বিনামূল্যে কিছু পেতে পারে।
বগুড়ায় প্রভাত ফেরী ফাউন্ডেশন একটি সমাজসেবী সংস্থা। সংস্থাটির পরিচালক নাহিদুল ইসলাম নাহিদের তত্বাবধানে পথশিশুদের বিভিন্ন সময় সহযোগিতা করে থাকেন।
– শাহরিয়ার রশীদ