গণমাধ্যম সংক্রান্ত

আগামীকাল শুরু হচ্ছে দুই দিনব্যাপি কবি সম্মেলন

বগুড়া লেখক চক্রের তিন দশক পূর্তি উপলক্ষে টানা ১০ম বারের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুইশত কবির মিলনমেলায় পরিণত হবে কবি সম্মেলন।

বাংলাদেশের ৪০ জেলার কবি-সাহিত্যিক ও লিটল ম্যাগাজিনকর্মীদের অংশগ্রহণে বগুড়ায় আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে দু’দিন ব্যাপী ‘কবি সম্মেলন’।

বগুড়া লেখক চক্রের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় আয়োজিত সম্মেলনটির উদ্বোধন করবেন কথাসাহিত্যিক ইমরান চৌধুরী।

কবি সম্মেলনের ১ম দিন উদ্বোধনী সভা শেষে থাকছে আনন্দ পদযাত্রা, কথা ও কবিতা, ‘স্বাধীনতা পরবর্তী বাংলা গল্পের স্বর’ শীর্ষক আলোচনা সভা, আবৃত্তি, শুভেচ্ছা বক্তব্য এবং সংশপ্তক থিয়েটারের সাংস্কৃতিক অনুষ্ঠান। ২য় দিনে থাকছে ‘ছোটকাগজ: সম্পর্ক ও সংযোগ’ শীর্ষক সেমিনার, শুভেচ্ছা বক্তব্য, কথা ও কবিতা এবং বগুড়া লেখক চক্র পুরস্কার ২০১৮ প্রদান।

বগুড়া লেখক চক্র পুরস্কার ২০১৮

এবার ৪টি বিষয়ে বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান করা হবে। কবিতায় রাহেল রাজিব, গবেষণা সাহিত্যে হোসেনউদ্দীন হোসেন, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘কোরাস’ সম্পাদক মুজাহিদ আহমদ এবং সাংবাদিকতায় সমকাল বগুড়া ব্যুরো প্রধান মোহন আখন্দ।

বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিক জানিয়েছেন, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি হাবীবুল্লাহ সিরাজী। এছাড়াও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি শিরীণ আখতার, কবি মাকিদ হায়দার, কবি বজলুল করিম বাহার, কবি মুহম্মদ শহীদুল্লাহ, কবি সরোজ দেব, কবি আলমগীর রেজা চৌধুরী, কবি আরিফুল হক কুমার, কবি আমিনুল ইসলাম, কবি শোয়েব শাহরিয়ার, কথাসাহিত্যিক আকিমুন রহমান, কথাসাহিত্যিক মনি হায়দার।

এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক আমির খসরু সেলিম এই প্রতিবেদক’কে জানান, তিন দশক পূর্তি উপলক্ষে টানা ১০ম বারের মতো দুই দিনব্যাপি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুইশত কবির মিলনমেলায় পরিণত হবে কবি সম্মেলন।

  • সাজিদ হাসান শান্ত

এই বিভাগের অন্য খবর

Back to top button
A palavra '' foi encontrada no array.