শেষ হলো বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপি কবি সম্মেলন।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ চারজন বিশিষ্ট জনকে সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হলো বাংলাদেশের ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপি কবি সম্মেলন।
সাঙ্গহলো কবিদের এবারের মিলন মেলা। বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরুপ চারজন বিশিষ্ট জনকে সম্মাননা প্রদানের মাধ্যমে শেষ হলো বাংলাদেশের ঐতিহ্যবাহি সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের দুই দিনব্যাপি কবি সম্মেলন। কবি সম্মেলনে সম্মাননা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি হাবীবুল্লাহ সিরাজী।
বগুড়া উডবার্ণ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি মুহম্মদ শহীদুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য কথাসাহিত্যিক শিরীণ আখতার। এসময় কবি সম্মেলনের উদ্বোধক কুমিল্লা বিশ্ববিদ্যালয়েরউপাচার্য কথাসাহিত্যিক ইমরানচৌধুরী, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি শিবলী মোকতাদির এবং সভাপতি কবি ইসলাম রফিক উপস্থিত ছিলেন। সম্মাননা পর্বটি সঞ্চালনা করেন বাচিকশিল্পী অলোক পাল। এবছর সম্মাননা প্রাপ্ত চারজন হলেন কবিতায় কবিরাহেল রাজিব , গবেষণাসাহিত্যে হোসেনউদ্দীন হোসেন, লিটল ম্যাগাজিন সম্পাদনায় ‘কোরাস’ সম্পাদক মুজাহিদ আহমদ এবং সাংবাদিকতায় সমকাল, বগুড়া ব্যুরো প্রধান মোহন আখন্দ । সম্মাননা প্রাপ্তদের উত্তরীয়, সনদপত্র এবং ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি কবি হাবীবুল্লাহ সিরাজী।
দিনের শুরুতেই ছোটকাগজ ‘খড়িমাটি’ সম্পাদক মনিরুল মনিরের ‘ছোটকাগজ : সম্পর্ক ও সংযোগ’ শীর্ষক সেমিনার কবি ও শব্দ সম্পাদক সরোজ দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ‘দোআঁশ’ সম্পাদক কবি ইসলাম রফিকের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন ‘দূর্বা’ সম্পাদক গাজী লতিফ, রাঢ়বঙ্গ সম্পাদক অনুপম হাসান এবং পাঁপড় সম্পাদক অদ্বৈত মারুত। কবি সম্মেলনের ২য় দিনে শুভেচ্ছা বক্তব্য পর্বে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর।
চ্যানেল ২৪ বগুড়া জেলা প্রতিনিধি ফরহাদ শাহীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ছড়াকার স ম সামসুল আলম, সংশপ্তক থিয়েটারের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সুজন এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ। কথা ও কবিতা পর্বে সভাপতিত্ব করেন রাজশাহী বরেন্দ্র কলেজের অধ্যক্ষ কবি আলমগীর মালেক এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি সমর চক্রবর্তী এবং অর্ণব আশিক। কবিতা পাঠ করেন খন্দকার বজলুর রহিম, রওশন ঝুনু, সিকদার ওয়ালিউজ্জামান, কমল হাসান, জাভেদ ভুইয়া, মোকলেছ মুকুল, বিথী মজিদা, শফিক আজিজ, নাজমুল হেলাল, আনিফ রুবেদ, পান্ডব মনোদেহী, সুজান সাম্পান, মাহফুজ মুজাহিদ, মাহফুজুর রহমান মুকুল, মাহফুজ রিপন, রিপন আহসান ঋতু, হাদিউল হৃদয়, আফসানা জাকিয়া, সতেজ মাসুদ, আহমেদ জুয়েল, ওয়ায়েজ রেজা, কামরুন নাহার কুহেলী, মাহবুবা পারভীন, জয়নাল আবেদী শিবু, বদরুল হায়দার, চন্দন কৃষ্ণ পাল, নজরুল ইসলাম নঈম, সাফিয়ার রহমান, হোসাইন নজরুল, টিপু সুলতান, আবুল কালাম আজাদ, অনিন্দ্য জসিম, নবীন হোসেন ও রোমানা শারমিন।