দুপচাঁচিয়া উপজেলা

বগুড়া দুপচাঁচিয়য় কাঁঠালের মুচি পঁচা রোগ উদ্বিগ্ন চাষিরা!

বগুড়ার জেলার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন স্থানে গাছে গাছে শোভা পাচ্ছে কাঁঠালের মুচি। এ বছর কাঁঠাল গাছে ব্যাপকহার মুচি আসায় কাঁঠালের বাম্পার ফলনের সম্ভবনা থাকলেও মুচিতে পচঁন ধরায় উদ্বিগ্ন চাষিরা।


চাষি আজিজার রহমান বলেন, আমার ১৫টি কাঁঠাল গাছ আছে। ব্যাপক পরিমাণে কাঁঠাল মুচি বের হওয়ায় গতবারের চেয়ে বেশি ফলনের আশা করেছিলাম। কিন্তু মুচি পঁচে গিয়ে কালো হয়ে ঝরে পড়ছে।


উপজেলা কৃষি অফিসার মোস্তফা কামাল হোসেন বলেন, কাঁঠাল চাষের জন্য এ এলাকার মাটি ও আবহাওয়া অনেক উপযোগী। কৃষি বিভাগের পরামর্শ মেনে পরিচর্যা করলে এবং কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে কাঁঠালের বাম্পার ফলনের সম্ভবনা রয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button