টিএমএসএস
টিএমএসএসে সাত হাজার ঠোঁট ও তালু কাটা রোগীর অপারেশনের মাইলফলক
স্মাইল ট্রেইন ইনক.ইউএসএ ও টিএমএসএস স্মাইল ট্রেইন রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল কেফ প্রজেক্টের যৌথ উদ্যোগে বিনামূল্যে সাত হাজার ঠোঁট ও তালুকাটা রোগীর অপারেশন মাইলফলকে পৌঁছানোয় গত শনিবার টিএমএসএস কেন্দ্রীয় অডিটোরিয়াম ঠেঙ্গামারা বগুড়ায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত ২০১০ সাল থেকে আজ পর্যন্ত টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ৭০০০ হাজার ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশন করা হয়েছে। যারা সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরে গছে।
মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ঠোঁট ও তালুকাটা রোগীদের অপারেশন বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
আলোচনা সভা শেষে শিশু ও অতিথিদের পাপেট শো সিসিমপুর প্রদর্শন করা হয়। উল্লেখ্য সকালে বগুড়া শহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়,র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।