টিএমএসএস

টিএমএসএসে সাত হাজার ঠোঁট ও তালু কাটা রোগীর অপারেশনের মাইলফলক

স্মাইল ট্রেইন ইনক.ইউএসএ ও টিএমএসএস স্মাইল ট্রেইন রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতাল কেফ প্রজেক্টের যৌথ উদ্যোগে বিনামূল্যে সাত হাজার ঠোঁট ও তালুকাটা রোগীর অপারেশন মাইলফলকে পৌঁছানোয় গত শনিবার টিএমএসএস কেন্দ্রীয় অডিটোরিয়াম ঠেঙ্গামারা বগুড়ায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত ২০১০ সাল থেকে আজ পর্যন্ত টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ৭০০০ হাজার ঠোঁট ও তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশন করা হয়েছে। যারা সুস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরে গছে।

মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে ঠোঁট ও তালুকাটা রোগীদের অপারেশন বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

আলোচনা সভা শেষে শিশু ও অতিথিদের পাপেট শো সিসিমপুর প্রদর্শন করা হয়। উল্লেখ্য সকালে বগুড়া শহরে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়,র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button