দেশকে বদলে দেওয়ার স্বপ্ন ৫০০ তরুণের সাথে বগুড়ার ১২ তরুণ
সমাজের অবনতি শুধু খারাপ মানুষের জন্য ঘটে না। এর পেছনে ভালো মানুষের নিষ্ক্রিয়তাও দায়ি। তাই এখনো অসংখ্য অদম্য ভালো মানুষ জেগে আছেন নতুন স্বপ্ন বুননের জন্য। আর তখনই একটি দেশ ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা করে। সেই স্বপ্ন বুননে এগিয়ে আসে তরুণরা।
জাগো ফাউন্ডেশন ঘুরে দাঁড়ানো সেসব তরুণ তৈরির কারখানা। আর তাই হতাশার এ শহর ছেড়ে ৪ দিনের জন্য তারা একত্রিত হয়েছে কক্সবাজারে। সেখানে প্রতি বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হয় ন্যাশনাল ইয়ুথ অ্যাসেম্বলি। এতে সারাদেশ থেকে অংশগ্রহণ করেছে ৫০০ অদম্য তরুণ। যাদের চোখে-মুখে উজ্জ্বলতম দিনের স্বপ্ন। যাদের মধ্যে রয়েছে মানবিক পৃথিবী তৈরির আকাঙ্ক্ষা।
৫০০ তরুন মধ্যে বগুড়ার ছিল ১২ জন -সন্জু রয়,মিজানুর রহমান,আতিক,সাগির আহমেদ জয়, রাকিবুল ইসলাম,হারেজ আল বাকি,নিরব,তাস্নিম স্মরনি, মমতা হক মিতু,তানিয়া সুলতানা, আছিফ শাহরিয়ার অভি।
আমার জীবনে কখনো আগে এত উৎসাহী মানুষ দেখি নেই, যারা বার বার প্রশ্ন উত্থাপন করতে এত উৎসাহী। এটি একটি প্রমাণ যা আমরা বাংলাদেশকে আরও ভালভাবে পরিবর্তন করতে চাই। এটা চমৎকার. তাছাড়া, আমরা শপথ করেছি যে আমরা সম্প্রদায়ের উন্নতির জন্য কাজ করব। আমরা ভালো মানুষ হিসাবে নিজেকে তৈরি করব। এই কথা গুলো ব্যক্ত করেছেন তরুণরা।
তরুণরা ৪ দিন নিজেদের প্রস্তুত করার জন্য একত্রিত হয়েছে। তারা দেশকে সমৃদ্ধ করার লক্ষ্যে নিরন্তর কাজ করে যাবে। শুধু তরুণরাই নয়, সেখানে অংশগ্রহণ করেছে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অভিজ্ঞতা বিনিময়, আলোচনা, বিষয়ভিত্তিক কৌশল নির্মাণসহ নানা ধরনের আয়োজনে ভরপুর ছিল পুরো ৪ দিন।