নাগরিক সেবা

বিডি ক্লিন-বগুড়া চায় ২৪ ঘন্টা পরিচ্ছন্ন থাক বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা

শুক্রবার-সাপ্তাহিক ছুটির এই দিনটি যেন ‘বিডি ক্লিন- বগুড়া’র দিন। এদিনে শহরের সড়ক এবং ফুটপাত সাফাইয়ের কাজে নামে ওই সংগঠনের সদস্যরা। আজ শুক্রবার তার ব্যতিক্রম হলো না। আজকের ইভেন্ট ছিলো বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথায়।

বিডি ক্লিন-বগুড়া চায় ২৪ ঘন্টা পরিচ্ছন্ন থাক বগুড়ার প্রাণকেন্দ্র সাতমাথা। এই সাতমাথাকে পরিচ্ছন্ন রাখতে পারলে আসতে আসতে পরিচ্ছন্ন হবে সাতমাথার প্রতিটা রাস্তা…. সম্ভব, আপনার যত্র-তত্র ময়লা ফেলার অভ্যাস বদলে ফেলুন। তা হলেই সম্ভব সাতমাথাকে পরিচ্ছন্ন রাখা।

আসুন না, নিজেরা যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি। আমাদের সন্তানদেরকে মানা করি। প্রয়োজনে চিপ্সের, চকলেটের খালি প্যাকেট, পানির বোতল হাতে বা পকেটে বা ব্যাগে করে নিয়ে যাই বাসায়। এ শহর আপনার, রাস্তা আপনার, তবে কেন আপনি তা নোংরা করবেন? কেন আপনার সন্তানকে অপরিচ্ছন্ন শহর/রাস্তা দেখতে দিচ্ছেন? তাদেরকে জীবাণুমুক্ত পরিবেশ দেওয়ার দায়িত্ব আপনার। সচেতন হোন। আন্তত আপনাকে দিয়ে যেন বগুড়ার রাস্তা অপরিচ্ছন্ন না হয়। তা হলেই আমরা পরিচ্ছন্ন বগুড়া পাবো, পাবো পরিচ্ছন্ন বাংলাদেশ।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button