গণমাধ্যম সংক্রান্ত
চলে গেলেন কিংবদন্তি অভিনেতা টেলি সামাদ।

ঢাকা সিনেমার কিংবদন্তী কৌতুক অভিনেতা টেলি সামাদ মারা গেছেন।
শনিবার (৬এপ্রিল) দুপুরে রাজধানরীর স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
টেলি সামাদের কন্যা সোহেলা সামাদ কাকলী তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। কাকলী জানান, দীর্ঘদিন ধরেই নানা অসুখে ভুগছিলেন বরেণ্য এই অভিনেতা।
সম্প্রতি শরীরবেশি খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।এখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার তুখোড় ছাত্র টেলি সামাদের ছিল অভিনয়ের নেশা। সেই নেশার টানেই ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন।
চার দশকে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।