গণমাধ্যম সংক্রান্ত

চলে গেলেন মীনা কার্টুনের রূপকার রামমোহন

দক্ষিণ এশিয়ার সবচেয়ে শিক্ষামূলক কার্টুন চরিত্র মীনার রূপকার ভারতীয় কার্টুনিস্ট ৮৮ বছর বয়সে মৃত্যুবরন করেছেন।

১১ই অক্টোবর শুক্রবার এ তথ্যটি নিশ্চিত করে ভারতের এনিমেশন বিষয়ক কার্টুন ওয়েবসাইট এনিমেশন এক্সপ্রেস।

খ্যাতিমান এই রূপকারের ১৯৯০ এর দশকে মেয়েদের অধিকার নিশ্চিত করতে মীনা কার্টুন প্রচারের উদ্যোগ নেয় ইউনিসেফ।

তার রং-তুলিতেই ফুটে উঠেছিলো সবার প্রিয় মীনার চরিত্রটি।

লেখা: শেখ শানিম হাসান রুদ্র।

এই বিভাগের অন্য খবর

Back to top button