কবিতা
কবিতাঃ আত্বত্যাগে প্রকৃত ভালবাসা – মারজিয়া মিতা
আত্বত্যাগে প্রকৃত ভালবাসা
মারজিয়া মিতা
মেহেদী পাতার আত্বত্যাগে
শেখো অবুঝ লোকে।
কি ভাবে সে তোমাকে রাঙায়
জীবনকে বির্সজন দিয়ে।।
শীল পাটায় বাটো তারে
নিজের ইচ্ছা মতো করে।
তবুও সে রঙ দিয়ে যায়
তোমায় খুশি করে।।
তোমার কমল হাতে যত্ন করে
লাগাও মেহেদী বাটা।
কখনো কি ভেবে দেখেছো
পাতার মনের কথা।।
নিঃস্বার্থ ভাবে বিলিয়ে দেওয়া
পাতার ধর্ম যদি হয়।
তাহলে একটু ভেবে দেখো
কেমন হতে হবে মানুষের পরিচয়।।