টিএমসিএইচ এর উদ্যোগে বিশ্ব শ্রবণ দিবস উদযাপন
টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের উদ্যোগে মঙ্গলবার বগুড়ার ঠেঙ্গামারায় বিশ্ব শ্রবণ দিবস উৎযাপন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) সেমিনার হলে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
টিএমসি ও আরসিএইচ এর নাক,কান গলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ জিয়াউল আহসানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন টিএমএসএস এর উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) এর অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ শাহজাহান আলী সরকার, রেক্টর অধ্যাপক ডাঃ মতলুব আহম্মেদ, টিএমসি ও আরসিএইচ এর সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মজিদ, পরিচালক ডাঃ আ.স.ম বরকতউল্লাহ, পরিচালক অধ্যাপক ডাঃ অনুপ রহমান চেীধুরী প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ডাঃ মাহফুজুল হক মামুন। শ্রবণ বিষয়ে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন সহযোগী অধ্যাপক ডাঃ ইকরাম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন ডাঃ মোঃ রেজাউল করিম। সেমিনার শেষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে।