টিএমএসএস

করোনা: কমদামে পিপিই দিচ্ছে টিএমএসএস

করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি টিএমএসএস সারা দেশে কম দামে মাস্ক ও পিপিই সরবরাহ করছে। সংস্থার হ্যান্ডিক্রাফটস বিভাগের উদ্যোগে দুই শিফটে কর্মীরা মাস্ক ও পিপিই তৈরি করে কম মূল্যে সারা দেশে সরবরাহ করছে।

টিএমএসএস হ্যান্ডি ক্রাফটসের ব্যবস্থাপনা পরিচালক জাকিয়া সুলতানা জানান, প্রতিদিন পিপিই পাঁচ হাজার পিস, মাস্ক ১০ হাজার পিস তৈরি করা হচ্ছে। পরবর্তীতে এর উৎপাদন আরও বাড়তে পারে।

কর্মীদের সর্বোচ্চ নিরাপদে রেখে মানবিক দিক বিবেচনা করে টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগমের নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধে এসব উপকরণ তৈরি করা হচ্ছে।

আমরা শুধু পণ্যটি তৈরি করতে যে ম্যাটেরিয়াল লাগে তার দাম নিচ্ছি। বাজারের তুলনায় খুব কম দামে এসব পণ্য সরবরাহ করা হচ্ছে। প্রতিটি কাপড়ের মাস্ক ১৫ টাকা, টিস্যু কাপড়ের মাস্ক ১০ টাকা, ফিল্টার মাস্ক ২৬ টাকা ও পিপিই ৫০০ টাকা দরে সরবরাহ করা হচ্ছে।

বিভিন্ন সরকারি ও বেসকারি প্রতিষ্ঠানের এক লাখ ৫০ হাজার পিছ পিপিইর অর্ডার রয়েছে। ২৫ হাজার পিস সরবরাহ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button