নাগরিক সেবা

বগুড়ায় কর্মহীন ৫’শতাধিক পরিবারের পাশে “জাগো ফাউন্ডেশন”

মহামারী করোনা পরিস্থিতিতে বগুড়ায় কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল, নিম্নবিত্ত পরিবারের পাশে দাঁড়ালো জাগো ফাউন্ডেশন।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়া জিলা স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথম ধাপে ১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১২ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল, ২ কেজি আটা, ১ কেজি পিয়াজ, আধা লিটার দুধ।

অসহায়দের মাঝে ভিবিডি স্বেচ্ছাসেবকবৃন্দের সাথে খাদ্যসামগ্রী বিতরনের শেষ পর্যায়ে একটি স্থিরচিত্র
ছবিঃ স্নেহাশীষ সংগীত


এই খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করেছেন জাগো ফাউন্ডেশন এর অঙ্গসংস্থান ভলান্টিয়ার ফর বাংলাদেশ বগুড়া জেলা । সংগঠনের স্বেচ্ছাসেবকদের কাছে থেকে জানা যায়, জাগো ফাউন্ডেশন থেকে চলমান প্রতিকূল পরিস্থিতিতে, দিনমজুর, হকার, রিকশাচালক ও অন্যান্য শ্রমিক, যারা অত্যন্ত সংকীর্ণতার মধ্যে তাদের জীবিকানির্বাহ করছে এমন ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন। প্রথম ধাপে তারা শুক্রবার সকালে খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করেন।

জাগো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) রাজশাহী বিভাগের ভাইস প্রেসিডেন্ট ও ভিবিডি বগুড়া জেলা- এর প্রতিষ্ঠাতা মিজানুর রহমান ও ভিবিডি বগুড়া জেলার প্রেসিডেন্ট হারেজ আল বাকী, ভিবিডি বগুড়া জেলার ভাইস প্রেসিডেন্ট আবু হাসান, উপস্থিত ছিলেন জারিন তাসনিম স্মরনী (সম্পাদক ভিবিডি বগুড়া জেলা), সগির আহমেদ জয় (কোষাধক্ষ্য ভিবিডি বগুড়া জেলা) এবং ভিবিডি বগুড়ার আরো সেচ্ছাসেবকবৃন্দ । এছাড়াও কিছু গন্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন খাদ্যসামগ্রী বিতরনের সময়।

সভাপতিত্ব করেন মিজানুর রহমান, উনি বগুড়া লাইভকে বলেন, জাগো ফাউন্ডেশন সামাজিক দায়বদ্ধতা থেকে বগুড়া জেলার অসহায় কর্মহীন ৫শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতারণ করা হচ্ছে ।
এছাড়াও জাগো ফাউন্ডেশন ইতোমধ্যে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা জন্য ‘করোনা রিলিফ ফান্ড’ চালু করেছে। ঢাকার বাইরে অন্য জেলা গুলোতে জাগো ফাউন্ডেশন ইয়ুথ ইয়ুং বা অঙ্গসংস্থা ভলান্টিয়ার ফর বাংলাদেশ কাজ করে যাচ্ছে।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হারেজ আল বাকী, তিনি বগুড়া লাইভকে জানান, চলমান লক ডাউনে সবচেয়ে বেশি বিপর্যস্ত সমাজের খেটে খাওয়া মানুষেরা। করোনার প্রকোপে একদিকে যেমন তারা কর্মহীন হয়ে পড়ছে অন্যদিকে অর্থাভাবে অনেকে অনাহারে দিন কাটাচ্ছে। সেই মানুষগুলোর পরিবারে আগামী কয়েকদিনের দু’বেলা দু’মুঠো খাবাবের ব্যবস্থা করতেই আমাদের এ উদ্যোগ।

স্বাস্থ্যবিধি মেনে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে জীবাণু নাশক স্প্রে করতেছেন ভিবিডি স্বেচ্ছাসেবকবৃন্দ
ছবিঃ জাকারিয়া হোসাইন
খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন ভিবিডি স্বেচ্ছাসেবক বৃন্দ
ছবিঃ মাহমুদুল হাসান


স্বেচ্ছাসেবকদের কাছে থেকে আরো জানা যায় যে, ‘জাগো ফাউন্ডেশন একটি অলাভজনক সামাজিক সংগঠন যারা সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে মানসম্পন্ন শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছে।
বর্তমানে বিভিন্ন রকম শিক্ষাকার্যক্রমের আওতায় সারা বাংলাদেশে প্রায় ১৩,০০০ হাজার জাগো শিক্ষার্থী বাংলাদেশের ঢাকা (বনানী, রায়ের বাজার), চট্টগ্রাম, রাজশাহী, গাইবান্ধা, মাদারীপুর, বান্দরবান, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, দিনাজপুর, রংপুর ও টেকনাফ এই ১২টি জেলায় বিনামূল্যে মান সম্পন্ন শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button