নাগরিক সেবা

বগুড়ায় সমন্বয় ফাউন্ডেশনের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ

করোনায় কর্মহীন হয়ে পরা মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করতে মাঠে নামেন বগুড়ার সমন্বয় ফাউন্ডেশনের একঝাক তরুণ সমাজ। তারা তাদের নিজেস্ব অর্থায়নে দুই দফায় বগুড়া সদরের প্রায় ১৮০টি পরিবারের পাশে এসে দাড়িয়েছেন।

প্রথম দফায় ৯০ টি পরিবারকে তারা উপহার দেন। উপহারের মধ্যে ছিলোঃ ৩ কেজি চাল,২ কেজি আলু,*১ কেজি পিয়াজ,তেল ১/২ লিটার,মসুর ডাল ১ কেজি

দ্বিতীয় দফায় চাল ৩ কেজি, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১/২ কেজি মুসুর ডাল, ১ কেজি বুট, ২৫০ গ্রাম মুড়ি, ১/২ লিটার তেল, সাবান।

যারা যারা এই কার্যক্রম নিজ অর্থায়ন এবং পরিশ্রম দিয়ে প্রত্যেকের দুয়ারে পৌছায়ে দিয়েছেন তারা হলেনঃ ওহিদুর রহমান রবিন,ওমর ফারুক মুন, সাকলাইন খান, দিগন্ত, নাফি, রাদ, সৌমিক, লেমন, মেহেদী, আবির ও শাকিল।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button