বগুড়ায় করোনা জয় করলেন চিকিৎসকসহ মোট ২ জন
বগুড়ায় করোনা জয় করলেন চিকিৎসকসহ মোট দুজন ব্যক্তি। করোনা জয় করা ব্যক্তিরা হলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রেজওয়ানুল ইসলাম মারুফ এবং সোনাতলা উপজেলা জোড়গাছা এলাকার আল আমিন নামে একজন ব্যক্তি।
এই দুজন ব্যক্তির নমুনার ফলাফল নেগেটিভ আসায় আজ বুধবার দুপুর দুইটায় তাদের ছাড়পত্র দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শফিক আমিন কাজল।
জানা যায়, শজিমেকের চিকিৎসক রেজওয়ানুল ইসলামের নমুনার ফলাফল ১৮ মে করোনা পজিটিভ আসে। তিনি স্থানীয়ভাবেই আক্রান্ত হয়েছিলেন বলে জানা গেছে।
অন্যদিকে, গত ১৪ মে নারায়নগঞ্জ থেকে বগুড়ায় আসেন সোনাতলার আল আমিন। তিনি পেশায় একজন গার্মেন্টসকর্মী। তিনি ঐ দিনই নমুনা দেন পরীক্ষার জন্য। ১৭ মে তার নমুনার ফলাফলে করোনা রিপোর্ট পজিটিভ আসে।
বগুড়া জেলায় এ নিয়ে মোট ১৯০ জন আক্রান্তের মধ্যে ১৮ জন সুস্থ হলেন। তবে জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে।
ডা. শফিক আমিন জানান, মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে এখন ২৭ জন রোগী ভর্তি আছেন। তবে এদের মধ্যে ২৪ জন করোনায় পজিটিভ বাঁকি ৩ জন উপসর্গ নিয়ে ফলাফলের অপেক্ষায় আছেন।