টিএমএসএস

টিএমএসএস’র উদ্যোগে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত

টিএমএসএস এর উদ্যোগে এবং ওয়াটার.অর্গ এর সহযোগীতায় বিশ্ব হাত ধোঁয়া দিবস উপলক্ষে গতকাল বুধবার দেশের সকল বিভাগীয় ও বড় শহরে ওয়াটার ক্রেডিট প্রজেক্টের আওতায় হাত ধোঁয়া কর্মসূচী পালিত হয়।

টিএমএসএস এর বগুড়া উত্তর জোন অফিসে স্থানীয়দের অংশ গ্রহণে হাত ধোঁয়া কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টিএমএসএস উর্দ্ধতন কর্মকর্তা,কর্মচারীবৃন্দ।

এ ছাড়াও সামাজিক জমায়েত পরিহার করে হাত ধোঁয়া বিষয়ক সচেতনা বৃদ্ধির জন্য টিএমএসএস এর উদ্যোগে এলাকায় মাইকিং,পোষ্টার,ফেস্টুন লাগানো, প্রচার পত্র দিয়ে ইজিবাইক ডেকোরেশন করা হয়।

বিশ্ব হাত ধোঁয়া দিবসের এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল “সবার জন্য হস্ত সুরক্ষা”। উল্লেখ্য বৈশিক কোভিড-১৯ জনিত মহামারির সময়ে দিবসটি বিশেষ তাৎপর্য বহন করে।

এই বিভাগের অন্য খবর

Back to top button