জিটিভির ক্যামেরাপার্সনের উপর হামলাঃ বগুড়া প্রেস ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের তীব্র নিন্দা

বগুড়ায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জিটিভির ক্যামেরাপার্সন রাজু আহম্মেদ হামলার শিকার হওয়ায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়ন। সেই সাথে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারেরও দাবি জানানাে হয়েছে।
বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন ও সাধারণ সম্পাদক আরিফ রেহমান এবং বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হােসেন মিন্টু ও সাধারণ সম্পাদক জে এম রউফ এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার দুপুরে শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে ক্যামেরাপার্সন রাজু আহম্মেদের উপর হামলা করা হয়। তাকে বেদম মারপিট করে ক্যামেরা ভাঙচুর করা হয়। পরে আহত রাজুকে সহকর্মিরা উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নেতৃবৃন্দ রাজুর ওপর হামলাকারি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন।