সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার চেয়ে বগুড়ায় মানববন্ধন
নোয়াখালীতে দু পক্ষের সংঘর্ষে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়ায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
বুধবার সকাল ১১ টায় শহরের সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজারের বগুড়া প্রতিনিধি খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাজেদ রহমান,সাংবাদিক ইউনিয়ন বগুড়ার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ,সাংগঠনিক সম্পাদক মাহফুজ মন্ডল,তৃনমুল সাংবাদিক কল্যাণ সোসাইটির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম মীর,শাওন,রুহুল আমিন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, বগুড়া স্পোর্টস্ রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল,বিজয় টিভির বগুড়া প্রতিনিধি তানজিজুল ইসলাম স্বরণ,ঢাকা টাইমসের বগুড়া প্রতিনিধি এনাম বাবু, বগুড়া টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এস আই শাওন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, দৈনিক চাদনী বাজারের ফটো সাংবাদিক আসাদুল ইসলাম বাবু, বার্তাবাজারের নন্দীগ্রাম প্রতিনিধি নাজমুল হোসেন, সাংবাদিক রাকিবুল হাসান শান্ত,
রুহুল আমিন, খন্দকার আব্দুল মোমিন,ফারুক হোসেন, শহিদুল ইসলাম শাওন, শামীম হোসাইন, আরিফুর রহমান, আহসান হাবিব, মোসাব্বর হাসান মুসা, রফিকুল ইসলাম, ফটো সাংবাদিক মনির, নিবির, সাব্বির প্রমুখ।
মানববন্ধনে বার্তাবাজারের নোয়াখালী প্রতিনিধি বোরহান উদ্দিন হত্যার সূষ্ঠ বিচার দাবি করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।