জয়পুরহাটে অটোরিকশায় জন্ম নিলো এক শিশু। সোমবার (৫ এপ্রিল) সকালে সদর উপজেলার পালী কবিরাজ পাড়ার আলেয়া বেগমের প্রসব ব্যাথা শুরু হয়। লকডাউনে যানবাহন বন্ধ থাকায় অটোরিকশায় করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেয়ার পথে সন্তান প্রসব করেন তিনি। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় ও জেলা পরিবার পরিকল্পনা অফিসের উপ পরিচালক ডা. কাজী মোহাম্মদ জোবায়ের গালীব ঘটনাস্থলে পৌঁছে তাদের অ্যাম্বুলেন্সে করে জেলা মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। মা ও শিশু দুজনেই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।