বিনোদন

ফারুককে নিয়ে গুজব না ছড়াতে পরিবারের অনুরোধ

সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃহস্পতিবার চিত্রনায়ক আকবর হো‌সেন পাঠান ফারুকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তার পরিবারের পক্ষ থেকে গুজব না ছড়াতে অনুরোধ করা হয়েছে। বর্তমানে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন।

তার ছেলে রোশান হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতির কথা জানান। তিনি বলেন, বাবার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে ভাল। গত দুইদিন ধরে সাড়া দিচ্ছেন। তাকে নিয়ে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করছি।

গত ২১ মার্চ থেকে রক্তে ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ ছড়িয়ে পড়ায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন ফারুক। সেখানে ডাক্তার লি’র অধীনে তার চিকিৎসা চলছে। এরআগে নিয়মিত চেকআপের জন্য স্ত্রীসহ ৪ মার্চ সিঙ্গাপুর গিয়েছিলেন এই নায়ক।

এই বিভাগের অন্য খবর

Back to top button